পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রণয় ঘটিত সম্পর্কের জের, খুন কলেজ ছাত্রী - college student murder

মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার সলুয়া গ্রামে খুন কলেজ ছাত্রী ৷ প্রতিহিংসার জেরেই খুন করা হয়েছে তাকে , প্রাথমিক তদন্তে এমনই অনুমান পুলিশের ৷

ছবি
ছবি

By

Published : Jul 5, 2020, 5:04 PM IST

দৌলতাবাদ, 5জুলাই : প্রণয়ঘটিত সম্পর্কের জের,খুন কলেজ ছাত্রী ৷ ঘটনাটিমুর্শিদাবাদের দৌলতাবাদ থানার সলুয়া গ্রামের ৷ অভিযোগ উঠছে,গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় ওইছাত্রীকে খুন করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর,মৃত ওই যুবতির নাম মুর্সেদা খাতুন (১৯) ৷ প্রণয় ঘটিতসম্পর্কে টানাপোড়েন রয়েছে বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে । স্থানীয় সূত্রে ওপরিবার সূত্রে খবর,প্রতিবেশী এক যুবকের সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্ক গড়ে উঠেছিল মুর্সেদার ।সম্প্রতি সেই সম্পর্কের অবনতি ঘটেছিল । মৃতের পরিবারের দাবি অভিযুক্ত যুবক দিনকয়েক আগে ফোনে হুমকি দিয়েছিল । বলেছিল,তার সঙ্গে বিয়ে না হলে কারও সঙ্গে সে বিয়ে হতে দেবেনা । প্রতিহিংসার জেরেই খুন বলে অনুমান পরিবারের ।

বাড়িতেই খুন কলেজছাত্রী

গতকাল,মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়েছিল মুর্সেদা ৷ মৃতের মা বলেন, "ঘুমের মধ্যে মেয়েরচিৎকারে উঠে দেখি জানালা দিয়ে একজন বেড়িয়ে গেল । পরে দেখি মেয়ে গলাকাটা অবস্থায়পড়ে রয়েছে । মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।" বাড়িতে ঢুকে ঘুমের মধ্যেই তার গলার নলি কেটে খুন করা হয়েছে বলে তদন্তে উঠেএসেছে । কিন্তু দুষ্কৃতী কীভাবে বাড়িতে ঢুকল তা খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details