বহরমপুর, 8 ফেব্রুয়ারি :অধীর গড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আগামীকাল বহরমপুরে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেডিয়াম মাঠে জোরকদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, প্রায় 2 লাখ মানুষের জমায়েত হবে মঙ্গলবার। সোমবার সকাল থেকে প্রশাসনের কর্তারা এবং জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একাধিকবার মাঠ পরিদর্শন করেন।
কাল জনসভা মমতার, প্রস্তুতি চলছে বহরমপুরে - মমতা বন্দ্যোপাধ্যায়
আগামীকাল বহরমপুর সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নির্বাচনী প্রচার সভা রয়েছে তাঁর। সভার আয়োজনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠ পরিদর্শন করছেন জেলার নেতারা।
মুর্শিদাবাদে অধীর গড়ে এখনও সেভাবে দাঁত ফোটাতে পারেনি রাজ্যের শাসকদল। 2016 বিধানসভা নির্বাচনে মাত্র চারটি আসনে ঘাসফুল ফুটেছিল। পরবর্তীকালে অবশ্য বাম ও কংগ্রেস থেকে লোক এনে তৃণমূলের পতাকা ধরিয়েছিলেন তৎকালীন জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এবার বামেদের হাত ধরে নির্বাচনে লড়ছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি ইতিমধ্যে জেলায় প্রথম দফার প্রচার সেরে ফেলেছেন অধীর চৌধুরি। দেওয়াল লিখনও শুরু করে দিয়েছে কংগ্রেস। আগামীকাল বর্ধমান থেকে হেলিকপ্টারে ব্যারাক স্কয়্যারের মাঠে নামবেন মমতা। দুপুর তিনটে নাগাদ স্টেডিয়াম মাঠে বক্তব্য রাখবেন তিনি।
প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার বহরমপুর থেকে হেলিকপ্টারে মালদার উদ্দেশে রওনা দেবেন মমতা।