পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cattle Smuggling Case: এনামুলের তিন ভাগ্নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি - এনামুলের তিন ভাগ্নের বিরুদ্ধে

এবার গরুপাচার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করল জঙ্গিপুর আদালত (CID Cattle Smuggling Case News) ৷

Cattle Smuggling Case
ETV Bharat

By

Published : Sep 23, 2022, 9:48 AM IST

Updated : Sep 23, 2022, 10:16 AM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: গরুপাচার মামলায় বিনয় মিশ্রের পর এবার এনামুল হকের তিন ভাগ্নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল সিআইডি । এনামুল হকের তিন ভাগ্নে জাহাঙ্গীর আলম, হুমায়ুন এবং মেহেদি হাসান সম্ভবত আরব আমিরশাহিতে গা ঢাকা দিয়েছে বলে মনে করে সিআইডি । এই আবেদনের ভিত্তিতে শুক্রবার মুর্শিদাবাদের জঙ্গিপুর আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি হল (CID issues look out notice against 3 relatives of Enamul Haque) ।

ভবানী ভবন সূত্রে খবর, গ্রেফতারি পরোয়ানার পর ধীরে ধীরে এনামুল হকের তিন ভাগ্নের সম্পত্তি বাজেয়াপ্ত করার দিকে এগোবেন গোয়েন্দারা । সম্প্রতি এনামুল হকের তিন ভাগ্নের অফিসে এবং বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক কাগজপত্র উদ্ধার করেছে সিআইডির গোয়েন্দারা । যেহেতু এনামুল হকের তিন ভাইপোর বিদেশেও একাধিক ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ফলে তারা আরব আমিরশাহিতে গাঢাকা দিয়ে লুকিয়ে থাকতে পারে ।

আরও পড়ুন: এনামুলের 3 ভাগ্নের সম্পত্তি পরিমাণ কত ? জানতে ফরেন্সিক অডিটের সাহায্য নেবে সিআইডি

এই তদন্তের স্বার্থে তিনজনকে একাধিকবার ভবানী ভবনে ডাকা হলেও তাঁরা আসেননি । গরুপাচার কাণ্ডে ইতিমধ্যে এনামুল হক দিল্লির তিহার জেলে বন্দি রয়েছে ৷ তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । রাজ্যে গরুপাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সমান্তরাল তদন্তে নেমেছে সিআইডি । ইতিমধ্যে জঙ্গিপুর-সহ মুর্শিদাবাদের একাধিক জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকরা ।

Last Updated : Sep 23, 2022, 10:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details