ডোমকল, 4 অক্টোবর : ধানের জমি থেকে উদ্ধার হল শিশুকন্যার দেহ । ডোমকল থানার ভগীরথপুর ছয় নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ।
আজ মাঠে চাষ করতে গিয়ে বাঁধের ধারে মাস ওই শিশুটির দেহ পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। ডোমকল থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় । শিশুকন্যার নাম পরিচয় জানা যায়নি । কে বা কারা ওই শিশুকন্যাকে ফেলে রেখে গিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।
শুনে নিন স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীর বক্তব্য মাস ছয়েকের শিশুটির পায়ের একদিক ফিতে দিয়ে বাঁধা ছিল । তা থেকে অনেকের ধারণা, সাপে কেটেই মৃত্যু হয়েছে শিশুটির । কুসংস্কারের বশেই তাকে পরিবারের সদস্যরা ফেলে রেখে গেছে মনে করা হচ্ছে । আবার অনেকের অনুমান, কন্যাসন্তান বলে শিশুটিকে কেউ খুন করে ফেলে দিয়ে গেছে ।
স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী বলেন, "পুলিশ নিজেদের মতো তদন্ত শুরু করেছে । আমরাও পৃথকভাবে শিশুটির নাম পরিচয় জানতে তদন্ত শুরু করেছি । "