পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডোমকলে শিশুর দেহ উদ্ধার - ডোমকলে ছয় মাসের শিশুর দেহ উদ্ধার

আজ মাঠে চাষ করতে গিয়ে বাঁধের ধারে মাস ওই শিশুটির দেহ পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। ডোমকল থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ।

Murshidabad
ছয় মাসের শিশুর দেহ উদ্ধার

By

Published : Oct 4, 2020, 2:34 PM IST

ডোমকল, 4 অক্টোবর : ধানের জমি থেকে উদ্ধার হল শিশুকন্যার দেহ । ডোমকল থানার ভগীরথপুর ছয় নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ।

আজ মাঠে চাষ করতে গিয়ে বাঁধের ধারে মাস ওই শিশুটির দেহ পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। ডোমকল থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় । শিশুকন্যার নাম পরিচয় জানা যায়নি । কে বা কারা ওই শিশুকন্যাকে ফেলে রেখে গিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

শুনে নিন স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীর বক্তব্য

মাস ছয়েকের শিশুটির পায়ের একদিক ফিতে দিয়ে বাঁধা ছিল । তা থেকে অনেকের ধারণা, সাপে কেটেই মৃত্যু হয়েছে শিশুটির । কুসংস্কারের বশেই তাকে পরিবারের সদস্যরা ফেলে রেখে গেছে মনে করা হচ্ছে । আবার অনেকের অনুমান, কন্যাসন্তান বলে শিশুটিকে কেউ খুন করে ফেলে দিয়ে গেছে ।

স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী বলেন, "পুলিশ নিজেদের মতো তদন্ত শুরু করেছে । আমরাও পৃথকভাবে শিশুটির নাম পরিচয় জানতে তদন্ত শুরু করেছি । "

ABOUT THE AUTHOR

...view details