বহরমপুর, 24 মে : বহরমপুরে কলেজ ছাত্রী সুতপা চৌধুরী খুনের ঘটনায় একমাসের মধ্যেই চার্জশিট জমা দিচ্ছে বহরমপুর থানার পুলিশ । ইতিমধ্যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট রিপোর্ট চলে এসেছে (Baharampur College Student Murder) । খুনে ব্যবহৃত ছুরি, প্লাস্টিক ও বন্দুকের ওপর সুশান্ত চৌধুরীর পাওয়া ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা ।
এদিকে খুনের ঘটনায় একাধিক ডিজিটাল এভিডেন্স ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । সেই রিপোর্টও দু-একদিনের মধ্যে চলে আসবে । অন্যদিকে প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ । সমস্ত তথ্য প্রমাণ-সহ এক মাসের মধ্যেই চার্জশিট জমা দেবে বহরমপুর থানার পুলিশ । জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন, "চার্জশিট জমা হলেই কাস্টাডিয়ান ট্রায়াল (Custodial Trial) শুরু হবে ।"