পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রীয় টিম নয়, কোভিড টিম পাঠানো উচিত; ফের মমতার সুর অধীরের গলায় - রাজনৈতিক হিংসা

রাজনৈতিক হিংসার কারণে রাজ্যে কেন্দ্রীয় টিম আসার তুমুল সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ তিনি বলেন, কেন্দ্রের উচিত কোভিড টিম পাঠানো ৷

centre-should-send-covid-team-adhir-ranjan-chowdhury-slams-bjp
কেন্দ্রীয় টিম নয়, কোভিড টিম পাঠানো উচিত; ফের মমতার সুর অধীরের গলায়

By

Published : May 9, 2021, 1:23 PM IST

বহরমপুর, 9 মে: রাজনৈতিক হিংসা দেখতে কেন্দ্রীয় টিম নয়, রাজ্যে কোভিড টিম পাঠানো উচিত কেন্দ্রের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপিকে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷

ফের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । বহরমপুরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে । কেন্দ্রীয় টিম পাঠিয়ে বিজেপি সরকার সংকীর্ণতার পরিচয় দিয়েছে । মুখ্যমন্ত্রীর সুরেই তিনি বলেছেন, এখন সেন্ট্রাল টিম নয়, কোভিড টিম পাঠানো উচিত কেন্দ্রের । একইসঙ্গে বিজেপির বিধানসভা বয়কটের সিদ্ধান্তেরও সমালোচনা করেন প্রদেশ সভাপতি ।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে বিঁধেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । পাশাপাশি দরাজ গলায় তৃণমূলের নির্বাচনী জয়েরও প্রশংসা করেছেন তিনি । বারবার তৃণমূলের প্রতি অধীরের আচরণ নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে । এ দিনও একই সুরে তিনি বলেন, "রাজ্যের ভয়াবহ কোভিড পরিস্থিতিতে কেন্দ্রীয় টিম পাঠিয়ে বিজেপি সংকীর্ণতার পরিচয় দিয়েছে । এই বাংলা সম্প্রীতির বাংলা । সাম্প্রদায়িকতার বাংলা নয় । রাজ্যের মানুষ সেই রায় দিয়েছে । খেলা হয়েছে । তাতে দিদির জয় হয়েছে, বিজেপির পরাজয় হয়েছে । আমরা মেনে নিয়েছি । বিজেপিকেও মেনে নিতে হবে । রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারতেন ।"

বিজেপিকে একহাত অধীরের

আরও পড়ুন:রাজনৈতিক হিংসার রিপোর্ট না নিয়ে রাজভবনে মুখ্যসচিব ও ডিজি, ক্ষুব্ধ রাজ্যপাল

একইসঙ্গে বিজেপির বিধানসভা বয়কটেরও তীব্র সমালোচনা করেছেন অধীর । তিনি বলেন, নির্বাচনে জয় পরাজয় আছে । বিরোধী পক্ষ যত শক্তিশালী হবে গণতন্ত্র তত মজবুত হবে । বিধানসভায় বসে মানুষের কথা বলা দরকার । তা না করে বিধানসভা বয়কট করে বিজেপি আরও একটা বালখিল্যতার পরিচয় দিয়েছে । মুর্খামির পরিচয় দিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details