পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার হতে পারে, আশঙ্কা অধীর চৌধুরির - কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার নিয়ে যা বললেন অধীর চৌধুরি

অধীর চৌধুরির দাবি, কেন্দ্রীয় বাহিনীকে বিভ্রান্ত করতে পারে রাজ্য পুলিশ । বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার হতে পারে বলে কমিশনকে কংগ্রেসের তরফে সতর্কবার্তা দেওয়া হয় ।

কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার করতে পারে রাজ্য পুলিশ, আশঙ্কা অধীর চৌধুরির
কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার করতে পারে রাজ্য পুলিশ, আশঙ্কা অধীর চৌধুরির

By

Published : Jan 22, 2021, 1:01 PM IST

সালার, 22 জানুয়ারি : কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব যেন রাজ্য পুলিশের হাতে দেওয়া না হয় । কারণ, রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে বিভ্রান্ত করবে । নির্বাচন প্রসঙ্গে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির ।

সালারে গতকাল অধীর চৌধুরির মিছিল ও জন সমাবেশ ছিল । সেখান থেকে তিনি বলেন, "নির্বাচন কমিশনের কাছে আমাদের 12টি দাবি ছিল । হিংসা আর নির্বাচনে কারচুপির পাশাপাশি আমাদের অন্যতম দাবি ছিল, রাজ্য পুলিশের উপর যেন কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব দেওয়া না হয় । কারণ রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে বিভ্রান্ত করবে । যেখানে অশান্তি নেই সেখানে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাবে । আর যেখানে গন্ডগোল আছে সেখানে বলবে শান্তিতে আছে ।"

কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার করতে পারে রাজ্য পুলিশ, আশঙ্কা অধীর চৌধুরির

আরও পড়ুন :"বিজেপি আর তৃণমূলের রাজনৈতিক ডিএনএ এক", কটাক্ষ অধীরের

প্রশাসন যাতে কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার করতে না পারে সে বিষয়ে কমিশনকে কংগ্রেসের তরফে আগেই সতর্ক করা হয়েছিল । সেই প্রসঙ্গে অধীর আরও বলেন, "বাংলার মানুষ দু'টি আপদ থেকে মুক্তি চায় । একটা বিজেপি আর অপরটি তৃণমূল কংগ্রেস ।" পীরজাদা আব্বাসউদ্দিন সিদ্দিকির নতুন রাজনৈতিক দল ঘোষণা নিয়ে অধীর বলেন, "সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে ধর্মনিরপেক্ষ শক্তিকে আরও শক্তিশালী হতে হবে । মুসলিমরা যদি মনে করে আর একটা সাম্প্রদায়িক শক্তি তৈরি করবে, তাহলে আখেরে বিজেপির লাভ হবে । ভারতকে একমাত্র ধর্মনিরপেক্ষ রেখেছে কংগ্রেস ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details