পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jiban Krishna Saha: জীবনকৃষ্ণের মোবাইলে ভয়েস রেকর্ড কার ? বিধায়কের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায় সিবিআই - CBI to test voice of Jiban Krishna Saha

মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার একটি মোবাইল ফোন থেকে একশোটিরও বেশি ভয়েস রেকর্ড পাওয়া গিয়েছে ৷ আদালতে এমনই দাবি করেছে সিবিআই ৷ কিন্তু ওই ফাইলগুলিতে কণ্ঠস্বর কার ? বিধায়ক জানিয়েছেন, এটা তাঁর গলা নয় ৷ এমতাবস্থায় সিবিআই তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায় ৷

Jiban Krishna Saha
জীবনকৃষ্ণ সাহা

By

Published : Apr 26, 2023, 7:47 AM IST

কলকাতা, 26 এপ্রিল: মোবাইলে যাঁর গলা শোনা যাচ্ছে, তিনি কি জীবনকৃষ্ণ সাহা ? তা নিশ্চিত করতে এবার তৃণমূল বিধায়কের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই ৷ এ প্রসঙ্গে সিবিআই আদালতে জানায়, মুর্শিদাবাদে বড়ঞায় তাঁর বাড়ির সামনের একটি পুকুর থেকে জীবনকৃষ্ণ সাহার একটি মোবাইল উদ্ধার হয়েছে ৷ সেটি খোলা সম্ভব হয়েছে ৷ জানা গিয়েছে, ওই মোবাইলে প্রায় একশোরটিরও বেশি ভয়েস রেকর্ডের ফাইল রয়েছে ৷

সিবিআই আদালতে আরও জানায়, এই ভয়েস রেকর্ডের ফাইল প্রসঙ্গে জীবনকৃষ্ণ দাবি করেছেন নিজের মোবাইলে ভয়েস রেকর্ড তাঁর নয় ৷ এখানে প্রশ্ন উঠেছে তাহলে সেগুলি কার ? নিজাম প্যলেস সূত্রে খবর, উদ্ধার হওয়া ফাইলগুলি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব তথ্য ৷ একাধিক ব্যক্তির সঙ্গে কথাবার্তায় বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও তা আনেনি সিবিআই ৷ মোবাইলে পাওয়া রেকর্ডেড ফাইলের সঙ্গে জীবনকৃষ্ণের কণ্ঠস্বর মিলিয়ে দেখার অনুমতি চায় সিবিআই ৷

জীবনকে গ্রেফতারের পর সিবিআই জানতে পারে, উত্তর 24 পরগনার রাজারহাট থেকে শুরু করে বীরভূমের বোলপুর, সাঁইথিয়া, সিউড়ি, বর্ধমান, জামবনি বাসস্ট্যান্ডের কাছে একাধিক ফ্ল্যাট কিনেছিলেন জীবনকৃষ্ণ সাহা ৷ তার মধ্যে কয়েকটি জীবনকৃষ্ণের নামে থাকলেও বাকি তাঁর স্ত্রী ও ঘনিষ্ঠ আত্মীয়দের নামে আছে ৷ তাঁর নামে বহু জায়গায় জমিও আছে ৷ আন্দির কাঁপসা এলাকায় 12 কাঠা জমি, আন্দি রাইস মিলের পশ্চিমদিকে 27 কাঠা জমি, বীরভূমের সাঁইথিয়া, তালতোড়, তাতারপুর, বাঁধগোড়া-সহ বিভিন্ন জায়গায় জমি কিনেছেন বড়ঞার তৃণমূল বিধায়ক ৷

2021 সালে মুর্শিদাবাদের বড়ঞা থেকে তৃণমূলের টিকিটে প্রথমবারের জন্য বিধানসভা নির্বাচনে লড়েছিলেন জীবনকৃষ্ণ সাহা ৷ সে সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি নিজের সম্পত্তির উল্লেখ করেন ৷ সিবিআইয়ের দাবি, নির্বাচন কমিশনের কাছে জীবনকৃষ্ণের জমা দেওয়া তথ্য অনুযায়ী 2019-20 সালে তিনি মোট 5 লক্ষ 41 হাজার 740 টাকার আয়কর রিটার্ন জমা দিয়েছেন ৷ ওই অর্থবর্ষেই তাঁর স্ত্রী টগরী সাহা 4 লক্ষ 31 হাজার 490 টাকার আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন ৷ প্রসঙ্গত, 17 এপ্রিল ভোরে 65 ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জেরার পর জীবনকৃষ্ণকে গ্রেফতার করে সিবিআই ৷ তাঁর বিরুদ্ধ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন: 65 ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

ABOUT THE AUTHOR

...view details