পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Teacher Recruitment Scam: মুর্শিদাবাদের 16 জন স্কুল সাব-ইন্সপেক্টরকে তলব সিবিআই-এর

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) মুর্শিদাবাদের (Murshidabad) মোট 16 জন স্কুল সাব-ইন্সপেক্টরকে (School Sub-inspector) ডেকে পাঠাল সিবিআই (CBI) ৷ আগামী 21 নভেম্বর তাঁদের তলব করা হয়েছে ৷

CBI summons 16 School Sub inspector of Murshidabad in Teacher Recruitment Scam investigation
Teacher Recruitment Scam: মুর্শিদাবাদের 16 জন স্কুল সাব-ইন্সপেক্টরকে তলব সিবিআই-এর

By

Published : Nov 18, 2022, 8:06 PM IST

কলকাতা, 18 নভেম্বর: রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) এবার স্কুল সাব-ইন্সপেক্টরদের (School Sub-inspector) ভূমিকা খতিয়ে দেখবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) বা সিবিআই (CBI) ৷ সূত্রের খবর, আগামী 21 নভেম্বর মুর্শিদাবাদের (Murshidabad) মোট 16 জন স্কুল সাব-ইন্সপেক্টরকে ডেকে পাঠানো হয়েছে ৷ কলকাতায় সিবিআই-এর সদর কার্যালয় অর্থাৎ নিজাম প্যালেসে (Nizam Palace Kolkata) ওই 16 জনকে ডেকে পাঠানো হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ আগামী 21 নভেম্বর দুপুর 2টোর মধ্যে তাঁদের সকলকে সিবিআই-এর এই স্থানীয় কার্যালয়ে পৌঁছে যেতে হবে ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে এই স্কুল সাব-ইন্সপেক্টরদের ডেকে পাঠানো হয়েছে ৷ এই জায়গাগুলির মধ্যে বেলডাঙ্গা, কান্দি প্রভৃতি উল্লেখযোগ্য ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নিযুক্ত সিবিআই আধিকারিকরা এই স্কুল সাব-ইন্সপেক্টরদের বয়ান রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গত কয়েক বছর ধরে দক্ষিণবঙ্গের এই জেলায় কী ধরনের অনিয়ম হয়েছিল, তা যথাসম্ভব বিশদে জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ সেই কারণেই এই তলব বলে শোনা যাচ্ছে ৷

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতি মামলায় 28 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পার্থ-সুবীরেশ

উল্লেখ্য, ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন সিবিআই-এর আধিকারিকরা ৷ এইসব তল্লাশি অভিযানে প্রচুর পরিমাণে নথিপত্র উদ্ধার করা হয়েছে ৷ সেই সব নথি খতিয়ে দেখে সিবিআই গোয়েন্দারা নিশ্চিত যে এই কাণ্ডে শুধুমাত্র হেভিওয়েট নেতা, মন্ত্রীরাই নন, যুক্ত রয়েছেন স্কুল সাব-ইন্সপেক্টরের মতো নিচুতলার আধিকারিকরাও ৷ এই বিষয়ে তাই আরও তথ্য পেতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ আর সেই কারণেই মুর্শিদাবাদের 16 জন স্কুল সাব-ইন্সপেক্টরকে নিজাম প্য়ালেসে তলব করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details