পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Accident in bhagirathi river : ভাগীরথীতে দুর্ঘটনা, নৌকা থেকে পড়ে রোগী-সহ তলিয়ে গেল গাড়ি - ভাগীরথীতে দুর্ঘটনা, নৌকা থেকে পড়ে রোগী-সহ তলিয়ে গেল গাড়ি

নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পারাপার করার সময় দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদের শক্তিপুর ফেরিঘাটে ৷ যন্ত্রচালিত নৌকা থেকে পড়ে জলে তলিয়ে গেল রোগী-সহ একটি চার চাকার গাড়ি (car fall in river with patient in murshidabad) ৷

Accident in bhagirathi river
ভাগীরথীতে দুর্ঘটনা, নৌকা থেকে পড়ে রোগী-সহ তলিয়ে গেল গাড়ি

By

Published : Dec 27, 2021, 5:07 PM IST

বেলডাঙা, 27 ডিসেম্বর : ভাগীরথী নদী পার করতে গিয়ে যন্ত্রচালিত নৌকা থেকে পড়ে জলে তলিয়ে গেল রোগী-সহ একটি চার চাকার গাড়ি (car fall in river with patient in murshidabad) ৷ সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুর ফেরিঘাটে ৷

জানা গিয়েছে, এদিন অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পারাপার করছিলেন নৌকাটির চালক । বেলডঙ্গা 2 নম্বর ব্লকের শক্তিপুর ফেরি ঘাটের কাছে নৌকায় থাকা একটি গাড়ি হঠাৎই গড়িয়ে জলে পড়ে যায় । গাড়িতে একজন রোগী ও গাড়িটির চালক ছিলেন সেসময়ে । চালক কোনও রকমে গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলেও, বেরতে পারেননি ওই রোগী ৷ তিনি এখনও নিখোঁজ ৷ তাঁর নাম সারথি মণ্ডল । বয়স আনুমানিক ষাট বছর । বাড়ি শক্তিপুর থানার গৌরীপুর । তাঁর খোঁজে তল্লাশি চলছে নদীতে ৷ ঘটনাস্থলে রয়েছে শক্তিপুর ও রেজিনগর থানার পুলিশ । ঘটনাস্থলে রয়েছেন বেলডাঙা-২ ব্লকের বিডিও । নদী থেকে গাড়িটি উদ্ধারেরও চেষ্টা চলছে ৷

ভাগীরথীতে দুর্ঘটনা, নৌকা থেকে পড়ে রোগী-সহ তলিয়ে গেল গাড়ি

আরও পড়ুন : জেরায় একাধিক খুনের কথা স্বীকার খড়দা খুনে অভিযুক্তের

অভিযোগ, ভাগীরথীর দুই পারের বিভিন্ন ঘাট দিয়ে দীর্ঘদিন ধরেই এভাবেই অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকা চলাচল করছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details