মুর্শিদাবাদ, 25 জুলাই: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ ৷ ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে, 34 নম্বর জাতীয় সড়কে একটি পণ্যবাহী গাড়ি আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে গোখাদ্যের বস্তার আড়াল থেকে উদ্ধার হয় প্রায় 2 কুইন্টাল গাঁজা । যার আনুমানিক মূল্য কয়েক হাজার টাকা ৷ ধৃতদের নাম বিশ্বজিৎ দেবনাথ ও কৃষ্ণ বর্মন । ধৃতদের আজ জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের কোচবিহার থেকে গাঁজা নিয়ে যাচ্ছিল পাচারকারীরা । মাদক পাচারকারীদের বাড়ি নদিয়া জেলার কল্যাণী এলাকায় । গাঁজা পাচারের খবর আগেই পুলিশের কাছে ছিল । সেই অনুযায়ী 34 নম্বর জাতীয় সড়কের উপর নাকা চেকিং বসিয়ে এদিন বিকেল থেকে তল্লাশি অভিযানে নামে পুলিশের একটি দল । গাড়িটিকে আটক করে পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে চটের চার বস্তা গাঁজা । ধৃতদের পুলিশ হেফাজতে নিয়েই তদন্ত চালানো হবে বলে জানানো হয়েছে ।