পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাতদিন ধরে নিখোঁজ, পুকুর থেকে উদ্ধার ব্যবসায়ীর মৃতদেহ - সাতদিন ধরে নিখোঁজ ব্যবসায়ী

সাত দিন ধরে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী । মৃত্যুর পিছনে কী কারণ ? খতিয়ে দেখছে পুলিশ ।

body found from pond
body found from pond

By

Published : Feb 16, 2021, 8:12 AM IST

সামসেরগঞ্জ, 16 ফেব্রুয়ারি : প্রায় এক সপ্তাহ নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার ব্যবসায়ীর মৃতদেহ । মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার মধ্য চাচণ্ড গ্রামের একটি পুকুর থেকে গতকাল উদ্ধার হয় ওই নিখোঁজ ব্যবসায়ী সাবিরুদ্দিন মোমিন (56)-এর মৃতদেহ । কাপড়ের ব্যবসা ছিল তাঁর ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ি মেরামতির কাজের প্রয়োজনীয় জিনিস কিনতে বাড়ি থেকে বের হন সাবিরুদ্দিন । তারপর থেকে আর বাড়ি ফেরেননি । ব্যবসার কাজে তাঁকে প্রায়ই বাইরে যেতে হত । তবে, পরিবারের বক্তব্য, সেদিন সাবিরুদ্দিন ব্যবসার কাজে যাননি । পুলিশে অভিযোগও জানানো হয় পরিবারের তরফে ।

এক সপ্তাহ নিখোঁদ থাকার পর গতকাল সকালে চাচণ্ড গ্রামের একটি পুকুর থেকে ওই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয় । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠায় পুলিশ ।

আরও পড়ুন : মাটি খুঁড়ে উদ্ধার চুরি যাওয়া 16 লাখ টাকা, গ্রেপ্তার 2

ABOUT THE AUTHOR

...view details