নবগ্রাম , 6 সেপ্টম্বর : লরির ধাক্কায় নয়ানজুলিতে উলটে গেল বাস । জখম 25 জন যাত্রী । মুর্শিদাবাদের নবগ্রামের মেহেদিপুরের ঘটনা । লরিটিকে আটক করেছে পুলিশ । তবে লরির চালক ও খালাসি পলাতক ।
বাসের এক যাত্রী জানান, দুপুর তিনটে নাগাদ বাসটি বহরমপুর থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল । অন্যদিকে জঙ্গিপুর থেকে আসছিল একটি লরি ৷ লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে । ফলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । বাসটি উলটে যায় নয়ানজুলিতে ।