পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লরির ধাক্কায় নয়ানজুলিতে বাস উলটে জখম 25 - Bus accident

লরির ধাক্কায় নয়ানজুলিতে উলটে গেল বাস । জখম 25 জন যাত্রী । মুর্শিদাবাদের নবগ্রামের মেহেদিপুরের ঘটনা । লরিটিকে আটক করেছে পুলিশ । তবে লরির চালক ও খালাসি পলাতক ।

দুর্ঘটনা

By

Published : Sep 6, 2019, 8:03 PM IST

নবগ্রাম , 6 সেপ্টম্বর : লরির ধাক্কায় নয়ানজুলিতে উলটে গেল বাস । জখম 25 জন যাত্রী । মুর্শিদাবাদের নবগ্রামের মেহেদিপুরের ঘটনা । লরিটিকে আটক করেছে পুলিশ । তবে লরির চালক ও খালাসি পলাতক ।

বাসের এক যাত্রী জানান, দুপুর তিনটে নাগাদ বাসটি বহরমপুর থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল । অন্যদিকে জঙ্গিপুর থেকে আসছিল একটি লরি ৷ লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে । ফলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । বাসটি উলটে যায় নয়ানজুলিতে ।

আরও পড়ুন : AAP ছাড়লেন বিধায়ক অলকা লাম্বা

স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে গিয়ে উদ্ধারকাজ শুরু করে । যাত্রীদেরকে বাসের জানলা ভেঙে বের করা হয় । জখম যাত্রীদের তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে বলে জানা গেছে । একজন যাত্রীর অবস্থা গুরুতর । বাসের চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details