পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্ট্যান্ডে আনার তাড়া, নিয়ন্ত্রণ হারিয়ে বাস উলটে আহত 38 - injury

আজ সকাল নটা নাগাদ কান্দির ঘনশ্যামপুরে যাত্রীবাহী বাস উলটে আহত 38 জন ।

দুর্ঘটনাগ্রস্থ বাস

By

Published : May 15, 2019, 12:05 PM IST

Updated : May 15, 2019, 12:37 PM IST

কান্দি, 15 মে : যাত্রীবাহী বাস উলটে আহত 38 জন । কান্দির ঘনশ্যামপুরের ঘটনা । আজ সকাল নটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে । আহতদের প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । 10 জনের অবস্থা আশঙ্কাজনক । পরে অবস্থার আরও অবনতি হওয়ায় ছ'জনকে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ সকাল আটটা নাগাদ যাত্রী বোঝাই বাসটি বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড থেকে ছাড়ে । কান্দি-বহরমপুর রাজ্য সড়কে কাজ চলছিল । সেই কারণে বাস চালক সঠিক সময়ে বাসটি কান্দি স্ট্যান্ডে আনতে বেপরোয়া ভাবে চালাতে থাকেন । যাত্রীদের অভিযোগ, বারবার সতর্ক করা সত্ত্বেও চালক কোনও কথা শোনেননি । ঘনশ্যামপুরে রাস্তার একদিকে কাজ চলার কারণে অন্যদিক দিয়ে বাসটি নিয়ে যেতে গেলে বিপত্তি ঘটে । নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উলটে যায় বাসটি । ঘটনার পর থেকে বাসের চালক ও খালাসি পলাতক ।

Last Updated : May 15, 2019, 12:37 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details