জলঙ্গি, 4 জানুয়ারি: বাংলাদেশে পাচারের আগে পৃথক দুটি ঘটনায় 24 কেজি গাঁজা সহ 781 বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করল বিএসএফ। ভোররাতে জলঙ্গি থানা এলাকার মেঘনা ও বামনাবাদ বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকা থেকে গাঁজা ও ফেন্সিডিল বাজেয়াপ্ত করে তারা । একটি মোবাইল ও একটি মোটরবাইক আটক করা হয়েছে। তবে ঘটনায় পাচারকারীদের গ্রেপ্তার করা যায়নি ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভোররাতে কুয়াশার সুযোগ নিয়ে পাচারকারীরা মোটরবাইকে 11 নম্বর রাজ্য সড়কের হোগলবেড়িয়া থেকে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের দিকে যাচ্ছিল। গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করেন 141 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা । তখন মোটর বাইক ফেলে রেখে জঙ্গলে লুকিয়ে পড়ে দুই পাচারকারী। মেঘনা বিওপি এলাকা থেকে ছটি ব্যাগে মোট 24 কেজি গাঁজা বাজেয়াপ্ত করে বিএসএফ।