পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাচারের আগে সীমান্তে উদ্ধার 425 বোতল ফেনসিডিল - BSF seized 425 bottle phensedyl

বাজেয়াপ্ত হওয়া ফেনসিডিলের অনুমানিক বাজারমূল্য 72 হাজার টাকা ৷

নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার
নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার

By

Published : Nov 23, 2020, 7:22 PM IST

রানিনগর, 23 নভেম্বর : ভারত -বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে 425 বোতল নিষিদ্ধ ফেনসিডিল বাজেয়াপ্ত করল BSF-এর 141 নম্বর ব্যাটেলিয়ন । মেঘনা বর্ডার আউটপোস্ট থেকে নিষিদ্ধ কাফসিরাপের বোতলগুলি বাজেয়াপ্ত করা হয়েছে ।

শীত পড়তেই ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ফের সক্রিয় পাচারচক্র ৷ আর সেটিকে হাতিয়ার করেই পাচারকারীরা কাঁটাতারের ওপারে পাঠাচ্ছে নিষিদ্ধ ফেনসিডিল ও গাঁজা । কাঁটাতারের এপারে পাচারকারীদের গতিবিধি লক্ষ্য করে তাদের তাড়া করে 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । টের পেয়ে ফেনসিডিলের বোতলগুলি ফেলে রেখে সীমান্তবর্তী গ্রাম রুকুমপুরের দিকে পালিয়ে যায় পাচারকারীরা ।

জ়িরো পয়েন্ট থেকে BSF-এর জওয়ানরা মোট 425টি ফেনসিডিলের বোতল বাজেয়াপ্ত করে । বাজেয়াপ্ত ফেনসিডিলের বাজারমূল্য প্রায় 72 হাজার টাকা ।

ABOUT THE AUTHOR

...view details