পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Huge Hilsa Seized: সীমান্তে 325 কেজি পদ্মার ইলিশ বাজেয়াপ্ত করল বিএসএফ - বাংলাদেশি ইলিশ আটক করল বিএসএফ

চোরাকারবারিদের থেকে বিপুল পরিমাণ পদ্মার ইলিশ আটক করল বিএসএফ ৷ পাটের বান্ডিলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করতেই ধরা পড়ে বিষয়টি ৷

ETV Bharat
325 কিলো বাজেয়াপ্ত হওয়া ইলিশ

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 9:22 PM IST

জলঙ্গি, 10 সেপ্টেম্বর: ফের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে 325 কেজি মিষ্টি স্বাদের পদ্মার ইলিশ বাজেয়াপ্ত করল বিএসএফ । জলঙ্গি থানা একাকার ফরাজিপাড়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকা থেকে দুটি ঘটনায় প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ইলিশ বাজেয়াপ্ত করা হয়েছে । পাটের গাদায় ইলিশগুলি ভারতে ঢোকাচ্ছিল চোরাকারবারিরা। বাজেয়াপ্ত মাছগুলির প্রতিটির ওজন এক কেজিরও বেশি । ভারতের বাজারে 14 থেকে 15 হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । ঘটনায় এক মৎস্য ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিএসএফ ৷

চোরাপথে ভারতে ঢুকছে মিষ্টি স্বাদের লাল পেটের পদ্মার ইলিশ । দু'দিন আগে 118 কিলো ইলিশ বাজেয়াপ্ত করেছিল বিএসএফ । ফের 325 কেজি ইলিশ বাজেয়াপ্ত করল সীমান্তরক্ষী বাহিনী । সীমান্ত চৌকি ফারজিপাড়ার জওয়ানরা, দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফের অধীনে Adhoc-IX ব্যাটালিয়ন এই বিপুল পরিমাণ ইলিশ মাছ আটক করে । ভারতীয় বাজারে যে মাছের আনুমানিক মূল্য 5 লাখ 20 হাজার টাকা । বাংলাদেশ থেকে মাছের এই বিশাল চালান ভারতে আনার চেষ্টা করছিল চোরাকারবারিরা ।

বিএসএফের গোয়েন্দা শাখা থেকে তথ্য পেয়ে ফরাজিপাড়া এলাকায় নজরদারি বাড়ানো হয় । রবিবার দুপুর 3টে নাগাদ বিএসএফ জওয়ানরা তাদের এলাকায় কিছু সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সচেতন হয় । জওয়ানদের নজরে আসে চোরাকারবারীরা পাটের বান্ডিল নিয়ে মাথাভাঙা নদী পার হয়ে বাংলাদেশের দিক থেকে আসার চেষ্টা করছে । তৎক্ষণাৎ ইঞ্জিন বোটে নিয়ে চোরাকারবারিকে ধাওয়া করে তাকে ধরে ফেলে । এরপর বিএসএফ পাটের বান্ডিল খুলে তাতে 290 কেজি ইলিশ মাছ দেখতে পায় । ধৃত পাচারকারীর নাম নিতাই মণ্ডল । বাড়ি জলঙ্গি থানা এলাকার তালতলি এলাকায় ।

ধৃত জিজ্ঞাসাবাদে জানায়, সে সীমান্ত পেরিয়ে মাছগুলি বাপন মণ্ডলের কাছে হস্তান্তর করতে যাচ্ছিল । এই কাজের জন্য তাকে টাকার বিনিময়ে ভাড়া করা হয়েছিল । এদিনই অন্য একটি ঘটনায়, বর্ডার পোস্ট ফারজিপাড়া, Adhoc- IX কোরের জওয়ানরা তাদের দায়িত্বের এলাকা থেকে 35 কেজি ইলিশ মাছ আটক করেছে । আটক চোরাকারবারী-সহ বাজেয়াপ্ত ইলিশ জলঙ্গির শুল্ক বিভাগে হস্তান্তর করা হয়েছে । এই বিষয়ে বিএসএফের জনসংযোগ আধিকারিক একে আর্য বলেন, "ফের বড় সাফল্য অর্জন করেছে বিএসএফ । ইলিশের মরশুমে সীমান্তে আরও নজরদারি বাড়ানো হচ্ছে । এক মৎস্য ব্যবসায়ীকে আটক করা হয়েছে ৷"

আরও পড়ুন : বিএসএফের তৎপরতায় পাচারের আগে উদ্ধার প্রায় দেড় লক্ষ টাকার পদ্মার ইলিশ

ABOUT THE AUTHOR

...view details