সাগরপাড়া, 21 ডিসেম্বর : প্রায় পাঁচ লাখ টাকার মাদক ট্যাবলেট ইয়াবা সহ আড়াই কেজি নারকোটিক পাউডার বাজেয়াপ্ত করল বিএসএফ । আজ দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তের সাগরপাড়া বিওপি থেকে মাদক ট্যাবলেট ও মাদক পাউডার বাজেয়াপ্ত করে 141 নম্বর ব্যাটেলিয়ন । তবে তল্লাশি অভিযান চলার সময় বিএসএফের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয় মাদক পাচারকারী ।
কৃষকের ছদ্মবেশে স্প্রে মেশিনের মধ্যে বাংলাদেশ পাচার করা হচ্ছিল মাদক । সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হওয়ায় স্প্রে মেসিন তল্লাশি করতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ে ৷ দেখা যায় 950টি মাদক ট্যাবলেট ইয়াবা রয়েছে মেশিনের ভেতরে । এছাড়া স্প্রে মেশিনের মধ্যে থাকা গোপন জায়গা থেকে উদ্ধার হয় আড়াই কেজি নারকোটিক পাউডার । বিএসএফের দাবি, কৃষকের বেশে স্প্রে মেশিন নিয়ে সীমান্তে চাষের কাজে যাওয়ার নাম করে আসে এক ব্যক্তি । কিন্তু তল্লাশির কথা শুনতেই স্প্রে মেশিন ফেলেই পালায় সেই ছদ্মবেশী কৃষক ।