কলকাতা/ বহরমপুর, 27 ফেব্রুয়ারি: ফের বহুমূল্যের সোনার বিস্কুট উদ্ধার সীমান্তে । প্রায় এক কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে । গ্রেফতার করা হয়েছে পাচারকারিকে । জানা গিয়েছে, রবিবার রাতে মুর্শিদাবাদের বহরমপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে 14টি সোনার বিস্কুট পাচারের পরিকল্পনা করেছিল চোরাকারবারীরা ৷ তবে তাদের সেই পরিকল্পনা ভেস্তে দেয় বিএসএফ (BSF) ৷ ধৃত পাচারকারী ও বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুটগুলি কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে (Gold Smuggling Attempt) ৷
ধৃত পাচারকারীর নাম কবিরুল মণ্ডল, বয়স 24 বছর। সে মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। জানা গিয়েছে, 14টি সোনার বিস্কুটকে 28টি টুকরো করা হয়েছিল পাচারের জন্য ৷ যেগুলির মোট ওজন 1 কেজি 632 গ্রাম ৷ যার আনুমানিক মূল্য 93 লক্ষ 76 হাজার টাকা ৷ রবিবার বিএসএফ-এর চরভদ্র ঘাঁটি, 141 ব্যাটালিয়নের ক্যাম্পের কাছে ঘটনাটি ঘটে (Smuggling Attempt in Murshidabad) ৷