জলঙ্গি, 3 সেপ্টেম্বর : বাংলাদেশ থেকে নদী পথে পাচার হওয়ার আগেই ইলিশ বাজেয়াপ্ত করল BSF ৷ যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা ৷
আড়াই লাখ টাকার ইলিশ বাজেয়াপ্ত করল BSF - মুর্শিদাবাদ
আড়াই লাখ টাকার ইলিশ বাজেয়াপ্ত করল সীমান্তরক্ষী বাহিনী ৷ জানা গিয়েছে, প্রায় 190 কেজি ইলিশ বাজেয়াপ্ত করা হয়েছে ৷
জানা গিয়েছে, আজ সকাল সাড়ে দশটা নাগাদ, BSF-এর 141 নম্বর ব্যাটেলিয়নরা ফরাজিপাড়া BOP থেকে ইলিশগুলো বাজেয়াপ্ত করে ৷ পাট গাছের গাদার ভেতর ঢুকিয়ে পাচার করা হচ্ছিল ইলিশগুলো ৷ বাংলাদেশের পদ্মা নদীতে ভাসিয়ে তা পাচার করার চেষ্টা করা হয় ৷ এই সময় BSF এর নজরে আসে বিষয়টি ৷ সীমান্তরক্ষী বাহিনী কাছে যেতেই জলে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় পাচারকারীরা ৷ জানা গিয়েছে, প্রায় 190 কেজি ইলিশ বাজেয়াপ্ত করেছে BSF ৷ ইলিশগুলোর ওজন প্রায় দেড় থেকে দুকেজি ৷ ভারতের বাজারে যার মূল্য কেজি প্রতি প্রায় 1200 থেকে 1400 টাকা ৷
এই নিয়ে গত দশ দিনে তিন দফা ইলিশ বাজেয়াপ্ত করল সীমান্ত সুরক্ষা বাহিনী ৷