পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC MP: সাংসদের গাড়ির ধাক্কায় মৃত্যু বালকের - সাংসদের গাড়ির ধাক্কায় মৃত্যু বালকের

খেলতে খেলতে হঠাৎ রাস্তায় ৷ পেরোতে গিয়ে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়িতে ধাক্কা খেয়ে মৃত্যু হল এক বালকের(TMC MP)৷

Etv Bharat
সাংসদের গাড়ির ধাক্কায় মৃত্যু বালকের

By

Published : Nov 16, 2022, 6:49 PM IST

Updated : Nov 16, 2022, 7:15 PM IST

বহরমপুর, 16 নভেম্বর:তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় প্রাণ হারাল এক বালক(Boy Dies After Hitting by the Car of TMC MP Abu Taher Khan)। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে আমতলা-বহরমপুর রাজ্য সড়কের উপর নওদা থানার পিঁপড়েখালি এলাকায় । গুরুতর জখম অবস্থায় বালককে নিজের গাড়িতে চাপিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করেন তৃণমূল সাংসদ আবু তাহের খান ৷

সেখানেই সন্ধ্যা নাগাদ মৃত্যু হয় তাঁর । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বালকের নাম হাসিম সরকার । তাঁর বাড়ি নওদা থানার গঙ্গাধারী এলাকায় । এই ঘটনায় আবু তাহের খান বলেন, "ছুটে রাস্তা পারাপার করার সময় চলন্ত গাড়িতে ধাক্কা খেয়ে পরে যায় বালকটি । গুরুতর চোট লাগে মাথায় । চিকিৎসার কোনও ত্রুটি ছিল না ।"

নিজের গাড়ির ধাক্কায় বালকের মৃত্যুতে সাংসদের প্রতিক্রিয়া

পরিবার সূত্রে জানা গিয়েছে, মা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য । এদিন দুপুরে ছেলেকে নিয়ে তিনি ব্যাঙ্কে টাকা জমা দিতে এসেছিলেন তিনি ৷ মা ব্যাঙ্কে নিজের কাজ করার সময় হাসিম রাস্তায় খেলছিল । সেই সময় বহরমপুরের দিকে আসছিল সাংসদ আবু তাহের খানের গাড়ি । রাস্তা পার হতে গিয়েই গাড়িতে ধাক্কা খেয়ে পিচ রাস্তার উপর ছিটকে পরে হাসিম । সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন সাংসদ ৷ তবে তারপরেও শেষ রক্ষা হয়নি ৷ চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় হাসিমের । এহেন দুর্ঘটনায় মৃত বালকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান ।

আরও পড়ুন :ভাউচারের জন্য ফাঁকা অনুসন্ধান কেন্দ্রে দেড় ঘণ্টা অপেক্ষা, প্রাণ গেল সদ্যোজাতের

Last Updated : Nov 16, 2022, 7:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details