সামশেরগঞ্জ, 23 জুলাই: ভোট পরবর্তী মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধার । এবার সামশেরগঞ্জের কাকুরিয়া সংলগ্ন প্রতাপগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকার বাঁশ বাগান থেকে বোমাগুলি উদ্ধার হয় ৷ শনিবার রাতে বালতি ভরতি তাজা বোমা উদ্ধার করে সামশেরগঞ্জ থানার পুলিশ । রবিবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । পঞ্চায়েত নির্বাচন মিটলেও মুর্শিদাবাদে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে ৷ ফের তাজা বোমা উদ্ধার নিরাপত্তার উপর প্রশ্ন তুলল ।
জানা গিয়েছে, শনিবার রাত থেকেই বোমা রাখার জায়গা ঘিরে রেখেছিল পুলিশ । খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে । তারা এসে বোমাগুলি উদ্ধার করে ৷ কে বা কারা কাকুরিয়া গঙ্গা তীরবর্তী এলাকায় বোমাগুলি মজুত রেখেছিল, তার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ । এদিকে পঞ্চায়েত ভোট পর্ব শেষ হলেও তাজা বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জে । জেলা জুড়ে বিভিন্ন জায়গায় মজুত রয়েছে বোমাগুলি বলে অভিযোগ । সাধারণ মানুষের অভিযোগের আঙুল উঠেছে পুলিশ প্রশাসনের দিকে ।