বহরমপুর, 1 মার্চ: পঞ্চায়েত ভোটের আগে আমবাগান থেকে উদ্ধার ব্যাগ ভরতি তাজা বোমা (Bomb Recovered from bag in Samserganj) । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের যাদবনগরে ৷ বুধবার সকালের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় । ঘটনাস্থল ঘিরে রেখেছিল সামশেরগঞ্জ থানার পুলিশ । খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াড টিমকে । কে বা কারা বোমাগুলো আমবাগানে রেখেছিল তার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই যাদবনগর আমবাগানে বোমা পড়ে থাকার খবর আসে পুলিশের কাছে । তারপরেই সেখানে অভিযান চালায় পুলিশ । উদ্ধার করা হয় ব্যাগ ভরতি তাজা বোমা । যদিও ব্যাগের মধ্যে ঠিক কতগুলো বোমা রয়েছে, তা এখনও স্পষ্ট নয় । গ্রামীণ এলাকার মধ্যে আমবাগানে বোমা ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়ে যায়। পঞ্চায়েত ভোটের দামামা এখনও বাজেনি । তার আগেই মুর্শিদাবাদে এই ঘটনা । 2008 সালের পঞ্চায়েত নির্বাচনের আতঙ্ক এখনও মানুষের মন থেকে মোছেনি। সরকারি হিসাবে সেই নির্বাচনের দিন মুর্শিদাবাদে 14 জনের প্রাণ গিয়েছিল । যা সারা বাংলায় শোরগোল ফেলেছিল । তারপর থেকে যত পঞ্চায়েত নির্বাচন হয়েছে মুর্শিদাবাদে প্রাণহানি ছাড়া তা মেটেনি ।