পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্যালকদের খুনের উদ্দেশ্যে বোমা মজুতের অভিযোগ, আটক 3 - শ্যালক খুনের চেষ্টা

কান্দিতে উদ্ধার ধারালো অস্ত্র সহ বেশ কয়েকটি বোমা ৷ শ্যালকদের খুনের উদ্দেশ্যেই বোমা অস্ত্র মজুত করে রেখেছিল জামাইবাবু ৷ ঘটনায় জামাইবাবু সহ তার মা ও দিদি আটক করেছে পুলিশ ৷

শ্যালকদের খুনের উদ্দেশ্যে বোমা মজুতের অভিযোগ, আটক 3
শ্যালকদের খুনের উদ্দেশ্যে বোমা মজুতের অভিযোগ, আটক 3

By

Published : Jun 16, 2021, 9:31 AM IST

কান্দি, 16 জুন : শ্যালকদের খুন করার উদ্দেশ্যে বোমা ছোড়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ পারিবারিক অশান্তির জেরে ঘটনাটি ঘটে ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কান্দি থানার উলাপাড়া গ্রামে ৷ পুলিশ 3 জনকে আটক করেছে ৷ তদন্ত চালাচ্ছে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কয়েকটি বোমা-সহ ধারালো অস্ত্র ৷

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে গোপাল দাস নামে এক যুবকের সঙ্গে তার স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল ৷ এমনকী তার স্ত্রীকে মারধরও করে ৷ পরে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ বোনকে কেন মারধর করা হয়েছে তা নিয়ে 5 ভাই গোপালের বাড়ি চড়াও হয় ৷ অশান্তি শুরু হয় ৷

আরও পড়ুন : জীবনতলায় মদের আসরে গুলি, মৃত্যু যুবকের

অভিযোগ, তাদের খুন করার পরিকল্পনা করে বোমা মজুত করেছিল গোপাল দাস ৷ গোপাল দাস একটি বোমা শ্যালকদের দিকে ছোড়ে, কিন্তু সেটি নিষ্ক্রিয় হয়ে যায় ৷ এর জেরে অশান্তি আরও চরমে ওঠে, খবর দেওয়া হয় কান্দি থানায় ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

ঘটনাস্থলে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ দুটি ধারালো অস্ত্র-সহ কিছু বোমা উদ্ধার করে ৷ ঘটনায় অভিযুক্ত গোপাল দাস, অভিযুক্তের দিদি ও মা কৃষ্ণা দাস ও ছবি দাসকে কান্দি থানার পুলিশ আটক করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details