জঙ্গিপুর , 25 মার্চ :জঙ্গিপুরে উদ্ধার ৪০টি বোমা (Bombs Recovered In Jangipur) ৷ শুক্রবার সকালে রঘুনাথগঞ্জ থানার জঙ্গিপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের রহমানপুরের একটি মার্কেটের পেছন থেকে উদ্ধার হয় প্রচুর বোমা । ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ একটি মার্কেটের পিছনে বাঁশবাগান থেকে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। দুটি জারে অন্তত ৪০টি বোমা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে । খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। কে বা কারা বোমাগুলি মজুত রেখেছিল খতিয়ে দেখছে পুলিশ।
রামপুরহাট কান্ডের পর বৃহস্পতিবার বগটুই গ্রামে এসে রাজ্যজুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । আর তারপর থেকেই পুলিশি তৎপরতা তুঙ্গে উঠেছে । বীরভুম, মেদিনীপুরের পর এবার প্রচুর বোমা উদ্ধার মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভা এলাকায় । স্থানীয়রা দেখে খবর দেন পুলিশে ৷ পুলিশ এসে দু‘টি জারিকেন উদ্ধার করে । বালতির ভিতরে রাখা ছিল অন্তত ৪০টি বোমা ।