পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফেরিঘাটের দখল ঘিরে বোমাবাজি! তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষে উত্তপ্ত কাশিমনগর - সংঘর্ষে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ

TMC-Congress Clash: তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল মুর্শিদাবাদের কাশিমনগর ৷ বৃহস্পতিবার ফেরিঘাটের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ৷ বোমাবাজির ঘটনাও ঘটে ৷ তারমধ্যেই শুক্রবার আবারও বোমা বাজি হয় দুই দলের মধ্যে ৷

TMC And CONGRESS Clash
ফেরিঘাটের দখল নিয়ে বেমাবাজি

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 12:06 PM IST

Updated : Dec 8, 2023, 2:30 PM IST

তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষে উত্তপ্ত কাশিমনগর

মুর্শিদাবাদ, 8 ডিসেম্বর: কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ ৷ শুক্রবার সকালে দু’পক্ষের সংঘর্ষে উত্তাল হয় কাশিমনগর। ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন । বোমাবাজির খবর পেয়েই এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । শুধু বোমাবাজি নয় পাশাপাশি চলে ইট- পাটকেল ছোঁড়া ৷ ফেরিঘাটের দখল নিয়ে কংগ্রেস তৃণমূল সংঘর্ষ বলেই জানা গিয়েছে । আহতদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ৷

জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় বালিয়াঘাটি ফিডার ক্যানেলে ফেরিঘাট নিয়ে প্রথমে দুই পক্ষের বচসা হয় । তারপরেই শুরু হয় গন্ডগোল। তার জেরেই শুক্রবার সকালে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম বারির ভাই বাইক চালিয়ে যাচ্ছিলেন ৷ সেই সময়ে হঠাৎ তাদের উপর আক্রমণ করা হয় রড দিয়ে। মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । তাতেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । শুরু হয় বোমাবাজি । বেশ কয়েক রাউন্ড গুলিও চলে । অভিযোগের তির উঠেছে হবি শেখ, কাঠি শেখ,উম্মার রহমান, রহমান-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে । উত্তেজনার খবর পেয়ে পিরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক ধরেই ফিডার ক্যানেলের ফেরি ঘাটের দখলদারি নিয়ে দুপক্ষের মধ্যে রেষারেশি চলছিল । বৃহস্পতিবার রাতে সেই বচসা থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয় । তুষের আগুনের মতো শুক্রবার সেই আক্রোশের আঁচ এলাকায় ছড়িয়ে পড়ে । যদিও এই ঘটনার সঙ্গে জড়িত এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ । দুই রাজনৈতিক দলের হাতাহাতিতে জখম সহিদুল শেখ বলেন, "এদিন সকালে আমি কাঁঠালের পাতা আনতে গিয়েছিলাম । ফিরে আসার সময় আমাকে তিনজন ঘিরে ধরে ৷ তারপর রড-বাঁশ দিয়ে পেটাতে শুরু করে। প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করি ৷ আমাকে সাহায্য করতে ছুটে আসে অনেকে । স্থানীয়দের সহায়তায় কোনও রকমে উদ্ধার পাই ৷ তারাই চিকিৎসার ব্যবস্থা করেন ৷"

আরও পড়ুন:

  1. 'বাংলার মাটি বাংলার জল' জাতীয় সংগীতের সমান সম্মান পাক, আবেদন মমতার
  2. 'কেউ কিছু জানায়নি', বুধে 'ইন্ডিয়া' জোটের বৈঠকে নেই তৃণমূল; জানালেন মমতা
  3. উত্তরবঙ্গে 24 হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব বণিক সম্মেলনে
Last Updated : Dec 8, 2023, 2:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details