সামশেরগঞ্জ, 21 মে: পঞ্চায়েত ভোটের আগে ফের ব্যাগ ভরতি বোমা উদ্ধার মুর্শিদাবাদে ৷ বোমাগুলি উদ্ধার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ । শনিবার গভীর রাতে সামশেরগঞ্জ থানার আলমশাহী গ্রামের একটি আমবাগান থেকে বোমা গুলি উদ্ধার হয় । ব্যাগের মধ্যে 14টি বোমা ছিল বলে পুলিশ সূত্রে খবর । বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াড টিমকে । রবিবার সকাল থেকেই বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে রাখে সামশেরগঞ্জ থানার পুলিশ । কে বা কারা সেখানে বোমাগুলি মজুত করে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে ।
এ দিকে পঞ্চায়েত ভোটের আগে সামশেরগঞ্জে আমবাগান থেকে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে এলাকায় । পঞ্চায়েত ভোট মানেই মুর্শিদাবাদ জেলা পুলিশের মাথা ব্যাথার কারণ । ভোট যত এগিয়ে আসবে উত্তেজনার পারদ ততই তরতর করে চড়তে শুরু করবে । ইতিমধ্যে জেলায় বোমা বারুদ আগ্নেয়াস্ত্র মজুত হতে শুরু করেছে । এই দাবিতেই আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের । বিশেষ করে সামশেরগঞ্জে । কারণ এই ব্লক ঝাড়খন্ড সীমানায় পড়ে । আর ভিন রাজ্য থেকে বোমার মশলা ও আগ্নেয়াস্ত্রের করিডর কার্যত এই ব্লক ।