ডোমকল, 25 এপ্রিল : সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ডোমকলের নতুনপাড়া গ্রামে ৷ আজ দুপুরে স্থানীয় একটি বাঁশবাগানে বোমাগুলি উদ্ধার হয় ৷ বাগানে আরও বোমা থাকতে পারে বলে অনুমান পুলিশের ৷ ঘটনাস্থানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
ডোমকলে বাঁশবাগান থেকে উদ্ধার সকেট বোমা - মুর্শিদাবাদ
গতকাল ডোমকলের নতুনপাড়ায় বোমা ফেটে দুই শিশু আহত হয় ৷
ডোমকল থানার নতুনপাড়া গ্রামে সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য । আজ দুপুরে স্থানীয় একটি বাঁশবাগান থেকে বোমাগুলি উদ্ধার হয় ৷ গতকাল দুপুর 2টো নাগাদ এলাকার দুই শিশু বাগানে খেলছিল । কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা । শব্দ শুনে এলাকার কয়েকজন সেখানে গিয়ে দেখেন, দুই শিশু রক্তাক্ত অবস্থায় ছটফট করছে । পরে জানা যায়, মাঠে রাখা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে ৷ দু'জনকেই সঙ্গে সঙ্গে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাদের মধ্যে একজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সাবেরা খাতুন নামে আর একজনকে ডোমকল মহকুমা হাসপাতালেই রাখা হয় । ঘটনার তদন্তে নামে ডোমকল থানার পুলিশ । বাগানে তল্লাশি শুরু করে ।
ঘটনাস্থান থেকে একটি ব্যাগে চারটি সকেট বোমা উদ্ধার হয় ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাঁশবাগানে আরও বোমা ছড়িয়ে থাকতে পারে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৷ এলাকায় পুলিশি প্রহরা রয়েছে ।