কান্দি, 24 ফেব্রুয়ারি : মুর্শিদাবাদের কান্দিতে একটি মাঠের কাছ থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ । স্থানীয়রাই আজ বিকেলে সেই বোমাগুলি পড়ে থাকতে দেখেন ৷
আজ বিকেলে মুর্শিদাবাদের কান্দি থানার হিজলের আহিরীনগর গ্রামে তাজা বোমাগুলি উদ্ধার করে পুলিশ ৷ গ্রামবাসীই সেই বোমাগুলি পড়ে থাকতে দেখেন ৷ তাঁরা পুলিশকে খবর দেন ৷ এর পর পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডেও ৷ কে বা কারা এই বোমাগুলি মজুত করে রেখেছিল, তা এখনও জানা যায়নি ৷ নির্বাচনের আগে এই বোমা উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷ ওই এলাকায় আরও এরকম বোমা মজুত রয়েছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীর একাংশ ৷