পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কান্দিতে তাজা বোমা উদ্ধার, এলাকায় আতঙ্ক - কান্দি থানা

তাজা বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের কান্দি থানার হিজলে ৷ বুধাবার বিকেলে ওই বোমাগুলি একটি মাঠের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ এর পর পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় ৷

bomb recover in murshidabad kandi
কান্দিতে তাজা বোমা উদ্ধার, এলাকায় আতঙ্ক

By

Published : Feb 24, 2021, 9:45 PM IST

কান্দি, 24 ফেব্রুয়ারি : মুর্শিদাবাদের কান্দিতে একটি মাঠের কাছ থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ । স্থানীয়রাই আজ বিকেলে সেই বোমাগুলি পড়ে থাকতে দেখেন ৷

আজ বিকেলে মুর্শিদাবাদের কান্দি থানার হিজলের আহিরীনগর গ্রামে তাজা বোমাগুলি উদ্ধার করে পুলিশ ৷ গ্রামবাসীই সেই বোমাগুলি পড়ে থাকতে দেখেন ৷ তাঁরা পুলিশকে খবর দেন ৷ এর পর পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডেও ৷ কে বা কারা এই বোমাগুলি মজুত করে রেখেছিল, তা এখনও জানা যায়নি ৷ নির্বাচনের আগে এই বোমা উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷ ওই এলাকায় আরও এরকম বোমা মজুত রয়েছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীর একাংশ ৷

আরও পড়ুন : বীজপুরে তাজা বোমা উদ্ধার

বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ কোথা থেকে বোমগুলি এসেছে? বা আর কোনও বোমা মজুত করা রয়েছে কি না? তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ সম্প্রতি রাজ্যের বেশ কিছু এলাকা থেকে এমনই তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ ৷ ফলে আসন্ন নির্বাচনকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছে প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details