পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুতি বিধানসভা এলাকায় দু’টি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার

সুতি বিধানসভা এলাকা থেকে দু’টি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ ৷ একটি আমবাগানে দু’টি ড্রামের ভিতর বোমাগুলি রেখে সেগুলিকে অর্ধেক মাটির ভিতরে পুঁতে রাখা হয়েছিল ৷

bomb recover from suti assembly in murshidabad
সুতি বিধানসভা এলাকায় দু’টি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য

By

Published : Apr 7, 2021, 4:14 PM IST

মুর্শিদাবাদ, 7 এপ্রিল : সুতি বিধানসভার ইন্দ্রনগর কলোনির একটি আমবাগান থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ ৷ দু’টি ড্রামের মধ্যে সেই তাজা বোমাগুলি রাখা ছিল ৷ মুর্শিদাবাদের সুতির এই ঘটনায় গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ৷ খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে ৷ ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন যায় ৷

আরও পড়ুন : নিষ্ক্রিয় করা হল কাঁকসায় উদ্ধার হওয়া 21টি বোমা

ভোটের মধ্যে কার্যত বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে মুর্শিদাবাদের সুতি বিধানসভা ৷ ভোট যত এগিয়ে আসছে তত অগ্নিগর্ভ হয়ে উঠছে সুতি ৷ দু’দিন আগেই রেল লাইনের পাশ থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছিল ৷ তারপর আজ সকালে সুতির ইন্দ্রনগরে দু’টি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে ৷ স্থানীয় কয়েকজন আমবাগানে দু’টি ড্রাম মাটিতে পোতা অবস্থায় দেখতে পান ৷ ড্রাম দু’টি দেখে তাঁদের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তাঁরা ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম দু’টি থেকে বোমা উদ্ধার করে ৷ সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ৷ এর পর বোম্ব স্কোয়াডে খবর দেওয়া হয় ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান ড্রাম দু’টিতে প্রায় 40টির মতো বোমা রয়েছে ৷ বোমাগুলি নিষ্ক্রিয় করতে বোম্ব স্কোয়াডে খবর দেয় সুতি থানার পুলিশ ৷ আশেপাশের এলাকা সাময়িকভাবে খালি করে দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details