ফরাক্কা, 22 নভেম্বর: এর আগেও মালদায় ঘটেছিল এমন ঘটনা ৷ ফের বুধবার একই ঘটনার পুনরাবত্তি এবার মুর্শিদাবাদ জেলায় ৷ বল ভেবে হাতে তুলতেই বোমা বিস্ফোরণে কাঁপল এলাকা। ঘটনায় গুরুতর জখম হয়েছে এক শিশু-সহ 2 নাবালক। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে ফরাক্কা থানার হাউসনগরে। গুরুতর জখম তিন নাবালকের বাড়ি ওই গ্রামেই। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হলে পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।
বর্তমানে তিনজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরাক্কা থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল খতিয়ে দেখছে তারা ৷ এলাকায় আর কোনও পরিত্যক্ত বোমা রয়েছে কি না, তার তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় কে বা কারা জড়িত তারও তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এক শিশু-সহ 2 নাবালক স্থানীয় আইসিডিএস কেন্দ্রে খিচুড়ি আনতে যাচ্ছিল। যাওয়ার পথে এক কাঁটাঝোপের আড়ালে বলটি (বোমা) পড়ে থাকতে দেখে।