মুর্শিদাবাদ, 5 জুলাই:গভীর রাতে বোমা বিস্ফোরণে মুর্শিদাবাদে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে ডোমকলের 3 নং ওয়ার্ডের বগারপুর এলাকায় । মৃতের নাম সিরাজুল শেখ । ঘটনায় জখম হয়েছেন 3 জন । আহত ব্যক্তিরা রমনা এলাকার বাসিন্দা । তাঁদের নাম বাবু শেখ, রাকিবুল শেখ ও নাজমুল শেখ । সকলেই জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গিয়েছে, গভীর রাতে পাটের জমিতে বোমা বিস্ফোরণ ঘটে । খবর পাওয়ার পর ঘটনাস্থল গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ । সেখানে বোমা বাঁধা হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে ৷ জখম ব্যক্তিদের কাছে জিজ্ঞাসাবাদ করেই মূল পাণ্ডাদের নাম জানতে পারেন তাঁরা ৷ যদিও তাদের কাউকেই গ্রেফতার করা যায়নি । অভিযুক্তরা সকলেই পালিয়ে গিয়েছে ।