কান্দি, 3 মে : ভোটের ফল ঘোষণার পরেই দিকে দিকে ঘটছে হিংসাত্মক ঘটনা ৷ এমনই এক ঘটনা ঘটেছে কান্দি থানা এলাকায় ৷ রবিবার ভোট গণনার শেষে গভীর রাতে বিজেপির টাউন সভাপতির বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷
দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ বিজেপির টাউন সভাপতি বিনীতা রায়ের । বোম ফাটার বিকট আওয়াজ শুনে বাড়ির সকলে নিচে নেমে এসে দেখেন একটি বোমা জ্বলছে ও একটি পাশে পড়ে রয়েছে ৷ ইতিমধ্যেই আওয়াজ পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা । এমনই জানিয়েছেন বিনীতা দেবী ৷
ঘটনার পর খবর দেওয়া হয় কান্দি থানায় । পুলিশ ঘটনাস্থলে এসে পড়ে থাকা বোমাটি নিষ্ক্রিয় করে ৷