পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কান্দিতে বিজেপির টাউন সভাপতির বাড়িতে বোমাবাজি , অভিযুক্ত তৃণমূল - বিজেপি টাউন সভাপতি

বিজেপির টাউন সভাপতির বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ভোটের ফলপ্রকাশের পর তৃণমূল জিতে যাওয়ার জন্যই এই বোমাবাজি বলে জানিয়েছেন বিজেপির টাউন সভাপতি ৷

কান্দিতে বিজেপির টাউন সভাপতির বাড়িতে বোমাবাজি
কান্দিতে বিজেপির টাউন সভাপতির বাড়িতে বোমাবাজি

By

Published : May 3, 2021, 12:22 PM IST

কান্দি, 3 মে : ভোটের ফল ঘোষণার পরেই দিকে দিকে ঘটছে হিংসাত্মক ঘটনা ৷ এমনই এক ঘটনা ঘটেছে কান্দি থানা এলাকায় ৷ রবিবার ভোট গণনার শেষে গভীর রাতে বিজেপির টাউন সভাপতির বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ বিজেপির টাউন সভাপতি বিনীতা রায়ের । বোম ফাটার বিকট আওয়াজ শুনে বাড়ির সকলে নিচে নেমে এসে দেখেন একটি বোমা জ্বলছে ও একটি পাশে পড়ে রয়েছে ৷ ইতিমধ্যেই আওয়াজ পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা । এমনই জানিয়েছেন বিনীতা দেবী ৷

ঘটনার পর খবর দেওয়া হয় কান্দি থানায় । পুলিশ ঘটনাস্থলে এসে পড়ে থাকা বোমাটি নিষ্ক্রিয় করে ৷


গতকাল বিধানসভার ফল ঘোষণা হয়েছে ৷ মুর্শিদাবাদের কান্দি মহকুমায় চারটি আসনে বিজেপি কোনও স্থান অধিকার করতে পারেনি । বিজেপির টাউন সভাপতির অভিযোগ , তৃণমূল এই জায়গায় জিতে যাওয়ার পরেই তাঁর বাড়িতে বোমা ছোড়ার ঘটনা ঘটে ।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ ।

আরও পড়ুন :কেউ তাক লাগালেন, কেউ হতাশ করলেন; একনজরে তারকাদের মার্কশিট

ABOUT THE AUTHOR

...view details