বেলডাঙা, 11 মে : গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য বেলডাঙা থানার বিশেরপুকুরে । যুবতিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃতার বাবার । পণের দাবি পূরণ করতে না পারায় খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মৃতার বাড়ির লোকজন । মৃত ওই গৃহবধূর নাম সঙ্গীতা মণ্ডল (24) ।
পণের দাবিতে যুবতিকে খুনের অভিযোগ - বেলডাঙা
বিয়ের পর থেকেই পণের জন্য সঙ্গীতাকে চাপ দিত শ্বশুরবাড়ির লোকেরা । দাবি পূরণ করতে না পারায় সঙ্গীতার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত শ্বশুর-শাশুড়ি । মাঝে মধ্যেই যুবতিকে মারধর করত তাঁর স্বামীও ৷ অভিযোগ মৃতার পরিবারের ৷
সঙ্গীতার বাবা সেন্টু মণ্ডলের অভিযোগ, "বিয়ের পর থেকেই পণের জন্য সঙ্গীতাকে চাপ দিত শ্বশুরবাড়ির লোকেরা । দাবি পূরণ করতে না পারায় সঙ্গীতার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত শ্বশুর-শাশুড়ি । মাঝে মধ্যেই যুবতিকে মারধর করত তাঁর স্বামীও ৷ এমনকি জমি বিক্রি করে পণ মেটাতেও চাপ দিচ্ছিল সঙ্গীতার শ্বশুর বাড়ির লোকেরা ৷" তারপরই গতকাল দুপুরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সঙ্গীতা মণ্ডলের দেহ । সেন্টু মণ্ডলের অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে সঙ্গীতাকে ।
এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে বেলডাঙ্গা থানায় ৷ পুলিশ সূত্রে খবর ঘটনার পর থেকেই পলাতক যুবতির শ্বশুরবাড়ির লোকেরা । ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ ।