সাগরদিঘি, 4 ডিসেম্বর : আজ সকালে সাগরদিঘি থানার ধুমারপাহাড় এলাকায় একটি কালভার্টের নিচ থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে ৷ অভিযোগ, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷
সাগরদিঘিতে উদ্ধার মহিলার দেহ, অভিযোগ ধর্ষণ করে খুন - dead body
ওই মহিলা দুই ছেলের সঙ্গে থাকতেন ৷ তাঁর স্বামী অনেকদিন আগেই দ্বিতীয় বিয়ে করে তাঁকে ছেড়ে চলে যান ৷ পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় ওই মহিলা দোকান যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ৷ তারপর আর ফেরেননি ৷ রাতভর খোঁজ করার পরেও তাঁর কোনও সন্ধান মেলেনি ৷
ওই মহিলা দুই ছেলের সঙ্গে থাকতেন ৷ তাঁর স্বামী অনেকদিন আগেই দ্বিতীয় বিয়ে করে তাঁকে ছেড়ে চলে যান ৷ পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় ওই মহিলা দোকান যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ৷ তারপর আর ফেরেননি ৷ রাতভর খোঁজ করার পরেও তাঁর কোনও সন্ধান মেলেনি ৷
আজ সকালে ধুমারপাহাড়ের কাছে কালভার্টের নিচে স্থানীয়রা তাঁর দেহটি দেখতে পান ৷ পুলিশে খবর দেন তাঁরা ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে ৷ স্থানীয়দের অভিযোগ, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।