লালগোলা, 31 জানুয়ারি : ভুট্টার খেত থেকে উদ্ধার যুবতির দেহ ৷ ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের লালগোলায় ৷
সোমবার বিকেল চারটে নাগাদ দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ মৃতদেহের গলায় ফাঁস দেওয়া ছিল ৷ দেহের পাশেই পড়ে ছিল মদের বোতল ও গ্লাস। মৃতার পরিবার ও পড়শিদের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই যুবতিকে ৷
আরও পড়ুন:রায়গঞ্জে যুবক খুনে গ্রেপ্তার এক
পুলিশ সূত্রে খবর, ওই যুবতি তাঁর পরিবারের সঙ্গে এই এলাকাতেই থাকতেন৷ স্থানীয়দের দাবি, সহজ-সরল ওই যুবতির সঙ্গে সকলেরই ভালো সম্পর্ক ছিল৷ এদিন যেখানে তাঁর দেহ উদ্ধার হয়, সেখান থেকে তাঁর বাড়ির দূরত্ব খুব বেশি হলে 300 মিটার৷ মৃতদেহের পরনের শাড়ি অবিন্যস্ত থাকাতেই ধর্ষণ করে খুনের আশঙ্কা করছেন স্থানীয়রা৷ যদিও পুলিশের তরফে এ বিষয়ে কিছুই জানানো হয়নি৷ আপাতত ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে তারা৷