রঘুনাথগঞ্জ, 7 জানুয়ারি: চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জরুরগ্রামে ৷ শনিবার সকালে উমরপুরে 34 নম্বর জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে একটি পুকুরের ধারে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা (Bloodied body of Unidentified Youth Recovered in Murshidabad) ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ যদিও, যুবকের মৃত্যু ঠিক কী কারণে হয়েছে, তা তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে রঘুনাথগঞ্জের উমরপুর 34 নম্বর জাতীয় সড়কের কাছে একটি পুকুরের পাশে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ তাঁর নাম ও পরিচয় জানা যায়নি ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ৷ গ্রামবাসীদের দাবি ওই যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়ে থাকতে পারে ৷ তবে, পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে ৷ জানা গিয়েছে, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ৷ মৃত যুবকের একটি পা ভাঙা অবস্থায় ছিল ৷ সেই পা-টি মুচড়ে ভাঙা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ৷ তবে, চোর সন্দেহে পিটিয়ে খুন, না অন্য কোনও কারণে তাঁকে মেরে ফেলা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷