কোচবিহার, 26 মে : BJP করায় ফের এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গতরাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের শুটকাবাড়ি বাজারে । আহত ওই BJP কর্মীর নাম মেহেদি মিঞা । বর্তমানে তিনি কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।
BJP কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল - Coochbehar
লোকসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । গতরাতে কোচবিহারের শুটকাবাড়ি বাজারে BJP করায় এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।
গতরাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন মেহেদি সাহেব । অভিযোগ, সেইসময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় । এবিষয়ে কোচবিহারে BJP-র জেলা সভানেত্রী মালতি রাভার বলেন, "গতকাল বাড়ি ফেরার পথে মেহেদি সাহেবকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । উনি BJP করেন । তাই মারধর করা হয়েছে ।" কোচবিহার জেলা সহ সভাপতি আবদুল জলিল আহমেদ বলেন, "এই অভিযোগ ভিত্তিহীন । ওরা মিথ্যা বলছে ।"
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । কোচবিহারের তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচিসহ বেশ কিছু এলাকায় সামনে এসেছে তৃণমূল ও BJP কর্মীদের সংঘর্ষ । পাশাপাশি, একাধিক এলাকায় তৃণমূলের কার্যালয় দখল করার অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে ।