পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের জমায়েতে স্বাস্থ্যবিধি ভাঙার অভিযোগ - সামাজিক দূরত্ববিধি

তৃণমূলের জনসভায় মানা হয়নি সামাজিক দূরত্ব । অভিযোগ BJP-র ।

TMC rally
TMC rally

By

Published : Aug 17, 2020, 9:49 PM IST

রঘুনাথগঞ্জ, 17 অগাস্ট : তৃণমূলের সভায় স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ BJP-র । অভিযোগ, সামাজিক দূরত্ব বজায় না রেখেই রঘুনাথগঞ্জের জোতকমল সংলগ্ন এলাকায় কয়েক হাজার মানুষের জমায়েত হয় তৃণমূলের যোগদান সভায় । স্থানীয় বিধায়ক আখরুজ্জামানের নেতৃত্বে গতকালের ওই যোগদান সভায় স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে আজ অভিযোগ করেছে জেলা BJP ।

উত্তর মুর্শিদাবাদ জেলা BJP-র সহ-সভাপতি গৌর সিংহরায় আজ সাংবাদিক বৈঠকে বলেন, “রাজ্যের শাসকদলই সরকারি নির্দেশিকা অমান্য করছে । তৃণমূলের জনসভায় মানা হয়নি সামাজিক দূরত্ব ।”

রবিবার রঘুনাথগঞ্জ বিধানসভার জোতকমল পঞ্চায়েতের পিয়ারপুর মাঠে জনসভার আয়োজন করেছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক আখরুজ্জামান । হাজির ছিলেন কয়েক হাজার সমর্থক । সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান, মন্ত্রী জাকির হোসেন-সহ জেলা তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব ।

আজ BJP-র পক্ষ থেকে বলা হয়, সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই জমায়েত করেছিল তৃণমূল । জমায়েতে স্বাস্থ্যবিধির কোনও বালাই ছিল না ।

ABOUT THE AUTHOR

...view details