রঘুনাথগঞ্জ, 17 অগাস্ট : তৃণমূলের সভায় স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ BJP-র । অভিযোগ, সামাজিক দূরত্ব বজায় না রেখেই রঘুনাথগঞ্জের জোতকমল সংলগ্ন এলাকায় কয়েক হাজার মানুষের জমায়েত হয় তৃণমূলের যোগদান সভায় । স্থানীয় বিধায়ক আখরুজ্জামানের নেতৃত্বে গতকালের ওই যোগদান সভায় স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে আজ অভিযোগ করেছে জেলা BJP ।
উত্তর মুর্শিদাবাদ জেলা BJP-র সহ-সভাপতি গৌর সিংহরায় আজ সাংবাদিক বৈঠকে বলেন, “রাজ্যের শাসকদলই সরকারি নির্দেশিকা অমান্য করছে । তৃণমূলের জনসভায় মানা হয়নি সামাজিক দূরত্ব ।”