বহরমপুর, 14 অক্টোবর : জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক খুনের ঘটনায় রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি । এই ঘটনাকে কেন্দ্র করে CBI তদন্তের দাবি তুলতে দেখা গেছে BJP নেতৃত্বকে । এবার সেই তালিকায় নাম জুড়ল বাঁকুড়ার BJP সাংসদ সুভাষ সরকারের । তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, "রাজ্য সরকারের স্বতঃপ্রণোদিত হয়ে CBI তদন্ত চাওয়া উচিত ।"
জিয়াগঞ্জ খুনের তদন্তের গতিপ্রকৃতি জানতে জেলা পুলিশ সুপার মুকেশ কুমারের সঙ্গে আজ দেখা করেন BJP সাংসদ সুভাষ সরকার । পুলিশ সুপারের ঘর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "রাজ্য তো আশা দিচ্ছে । কিন্তু এর থেকে বেশি দেরি হলে বলব আপনারা নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে বলুন যে, এই ঘটনার CBI তদন্ত দরকার । রাজ্যকেও একটা অনুমতি দিতে হয় । কারণ এরকম একটা নৃশংস হত্যার নির্ণয় রাজ্য সরকার করতে পারছে না । তাই রাজ্যের নিজেরই উচিত CBI তদন্ত চাওয়া । CBI-এর সাহায্য নেওয়া । তাতে রাজ্য সরকারের মহানুভবতা দেখানো হবে ।"