পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেলডাঙায় কীর্তনের দল নিয়ে BJP-র গণতন্ত্রের শবযাত্রা মিছিল - kirtan parties in beldanga

বেলডাঙায় BJP-র অভিনব প্রতিবাদ ৷ কীর্তনের দল নিয়ে BJP যুব মোর্চা গণতন্ত্রের শবযাত্রা মিছিল করে ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কুশপুতুলও দাহ করা হয় ৷

funeral procession of democracy
গণতন্ত্রের শবযাত্রা মিছিল

By

Published : Jul 18, 2020, 7:55 PM IST

Updated : Jul 18, 2020, 8:16 PM IST

বেলডাঙা,18 জুলাই : বেলডাঙায় কীর্তনের দল নিয়ে BJP যুব মোর্চা গণতন্ত্রের শবযাত্রা মিছিল করল। গণতন্ত্রের শবযাত্রা নাম দিয়ে বেলডাঙা শহরে মিছিল করল BJP-র যুব মোর্চার সদস্যরা । প্রতীকী শবযাত্রায় সামনে ছিল কীর্তনের দল। শহরের জনবহুল এলাকায় প্রতীকী শবদেহ নামিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়ালেন যুব মোর্চার সদস্যরা । শবযাত্রায় উপস্থিত ছিলেন জেলা BJP-র যুব সাধারণ সম্পাদক প্রীতম ব‍ন্দ্যোপাধ্যায়,জেলা যুব সহ সভাপতি প্রতাপচন্দ্র চ‍ট্টোপাধ্যায়,জেলা BJP-র সহ সভাপতি সুমিত ঘোষ।

গণতন্ত্রের শবযাত্রা মিছিল করল BJP
BJP-র যুব মোর্চার সদস্যদের দাবি, রাজ্যে সুশাসন ও গণতন্ত্র ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে 2011 সালে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল সরকার। কিন্তু তৃণমূলের শাসনকালে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এই সময়কালে রাজ্যে 105 জন BJP নেতা কর্মীকে খুন করা হয়েছে। আমরা তাই আজ তৃণমূলের হাতে খুন গণতন্ত্রের শবযাত্রা শুরু করেছি। BJP-র অভিনব মিছিলে ব্যাপক সাড়া পড়েছে এলাকায়। কয়েকশো কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মিলিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগানের ঝড় তোলেন।

এদিন শবযাত্রার শেষে মুখ্যমন্ত্রীর কুশপুতুলও দাহ করা হয়। BJP -র নেতাদের দাবি, আগামীদিনেএই রাজ্যে সুশাসন আনতে চলেছে তারা ৷

Last Updated : Jul 18, 2020, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details