মুর্শিদাবাদ, 9 এপ্রিল:মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত আঙ্গারপুর ব্রিজ থেকে 150 মিটারের মধ্যে রমরমিয়ে চলছে অবৈধভাবে বালি তোলার কাজ । বালি মাফিয়াদের দৌরাত্ম্যে কুয়ো নদী হারাতে বসেছে তার নাব্যতা ৷ এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বদের । যদিও এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বালি মাফিয়াদের ভয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি । দিনেরবেলা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের নাকের ডগায় বালি কাটার ঘটনায় সরব হয়েছেন শাসকদল থেকে শুরু করে বিরোধী শিবির ।
তৃণমূলের ব্লক সভাপতি নজরুল ইসলাম এই ঘটনার পক্ষপাতী নন বলে জানান এবং তিনি ঘটনার তীব্র নিন্দা করেছেন । পাশাপাশি গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রশাসনের উপর দায় চাপিয়ে অভিযোগ করা হয়েছে, প্রশাসনের একাংশের মদতেই বালি মাফিয়ারা কুয়ো নদী থেকে অবাধে এরকমভাবে দিনের আলোয় বালি কাটছে । ঘটনায় বালি মাফিয়াদের দৌরাত্ম্য আবারও সামনে আসছে মুর্শিদাবাদে । রাজ্য সরকারকে সরাসরি চোর বলে সম্বোধন করেন বিজেপি নেত্রী বিনীতা রায় । তিনি বলেন, "সরকার কাটমানি খাচ্ছে ৷ প্রশাসনও কাটমানি খাচ্ছে । সরকারের মদত পেয়ে প্রশাসন দুর্নীতিবাজদের আশকারা দিচ্ছে । তাতে তারা বেআইনিভাবে নদী থেকে বালি তুলছে ।"