বহরমপুর, 13 জানুয়ারি : দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনা করলেন বিমান বসু ৷ তিনি বলেন, "গণতান্ত্রিক ব্যবস্থায় দিলীপ ঘোষের এমন মন্তব্য উচিত হয়নি ৷ গণতান্ত্রিক ব্যবস্থায় দিলীপবাবুর এই কথা বলা শোভা পায় না । তাঁর আরও ভাবা উচিত ছিল । কারণ উনি একজন সাংসদ । এমন কথা বলার আগে কারও সঙ্গে শলা-পরামর্শ করা উচিত ছিল ।" বহরমপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে একথা বলেন তিনি ৷ পাশাপাশি দিল্লিতে বিরোধীদের বৈঠকে মমতার যোগ না দেওয়ারও সমালোচনাও করেন ।
দিলীপ ঘোষের এমন মন্তব্য করা উচিত হয়নি : বিমান - latest political news of murshidabad
দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনা করলেন বিমান বসু ৷ পাশাপাশি দিল্লিতে বিরোধীদের বৈঠকে মমতার যোগ না দেওয়াকেও কটাক্ষ করেন তিনি ৷
বিমান বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী হৈ চৈ করে বলেছিলেন যে, তাঁর জন্যই না কি এই সভা হচ্ছে ৷ তিনিই না কি এই ব্যাপারের উদ্যোক্তা ৷ কিন্তু উদ্যোক্তাই যদি না যান তাহলে তো সভা হওয়াই উচিত নয় ৷ কিন্তু সভা হচ্ছে ৷ অথচ উনিই যাচ্ছে না ৷ BJP ও তৃণমূল বিরোধী যারা আছেন তাঁরা সবাই এক মঞ্চে সামিল হতে পারেন ৷ কারণ BJP একভাবে মানুষের মধ্যে বিরোধ তৈরি করে ৷ তৃণমূল আর একভাবে বিরোধ তৈরি করে ৷"
মুর্শিদাবাদ জেলা CPI(M)-এর প্রাক্তন সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্যের স্মরণ সভায় যোগ দিতে আসেন বিমানবাবু । স্মরণ সভায় উপস্থিত ছিলেন বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীও ।