রেজিনগর (মুর্শিদাবাদ),14 ফেব্রুয়ারি: দুই বাইকের সংঘর্ষে মৃত 2 । গুরুতর আহত 3 । রবিবার রাত 10.30 মিনিট নাগাদ মুর্শিদাবাদের 34 নম্বর জাতীয় সড়কে দিঘিভাঙা সাঁকোয় দুর্ঘটনাটি (Bike Accident In Murshidabad) ঘটে। মৃতরা হলেন বাবান শেখ (21) এবং আশারুদ্দিন জামান কাজি (34) নামে দুই বাইক আরোহী (2 Peroson Death)।
জানা গিয়েছে , রবিবার রাতে স্থানীয় সুলুয়ায় জলসা শুনে বাড়ি ফিরছিলেন দু‘টি বাইকে পাঁচ আরোহী । বাইকের গতি ছিল অত্যন্ত বেশি । যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে দিঘিভাঙা সাঁকোর কাছে একটি বাইক অপরটিকে ধাক্কা মারে । ছিটকে পড়েন আরোহীরা ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় রেজিনগর থানার পুলিশ । পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় । সেখানেই চিকিৎসকরা বাবান শেখ (21)ও আশআরুদ্দিন জামান কাজিকে (34) মৃত বলে ঘোষণা করেন । গুরুতর আহত অবস্থায় বাকি 3 জন হাসপাতালে চিকিৎসাধীন ।