সুতি, 27 এপ্রিল: সতীনের ঘুমন্ত ছেলেকে তুলে গঙ্গায় ফেলে খুনের অভিযোগ উঠল স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । মুর্শিদাবাদের সুতি থানার বাহাগোলপুরের ঘটনা ।
শিশুকে গঙ্গায় ফেলে খুনের অভিযোগ, ধৃত সৎ মা - Step Mom
পুরনো রাগ মেটাতে সতীনের ছেলেকে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার করেছে পুলিশ। মুর্শিদাবাদের ঘটনা।
শিশুকে গঙ্গায় ফেলে খুনের অভিযোগ
পুলিশ সূত্রে জানা গেছে, উমরাপুর গ্রাম পঞ্চায়েতের বাহাগোলপুর গ্রামের লালবানু শেখের প্রথম স্ত্রী অসীমা খাতুনের সঙ্গে দ্বিতীয় স্ত্রী রেজবানু খাতুনের প্রথম থেকেই বনিবনা হত না ।
অভিযোগ, গতকাল রাতে অসীমার 9 মাসের ঘুমন্ত ছেলেকে তুলে রেজবানু বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গায় ফেলে দেয় । আজ বিকেলে জঙ্গিপুর সদর ঘাটে শিশুটির দেহ ভেসে উঠতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সুতি থানায় লিখিত অভিযোগ জানানো হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ।
Last Updated : Apr 27, 2019, 10:49 PM IST