বহরমপুর, 19 এপ্রিল : সাত বছর পর নৃশংস খুনের ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের নির্দেশ দিলেন বহরমপুর জেলা আদালতের ফাস্ট ট্রাক কোর্টের বিচারক সন্তোষকুমার পাঠক (Berhampore Court Orders Life Sentence To Murderer)।
সাজাপ্রাপ্ত আসামীর নাম দিলীপ রাজোয়ার। বাড়ি শক্তিপুর। 2015 সালের মার্চ মাসের এক সন্ধেয় শক্তিপুরের ফুটবল মাঠ থেকে উদ্ধার হয় রাজেশ রাজোয়ারের দেহ। তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। মৃতের মা ভারতী রাজোয়ারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেফতার করে দিলীপ রাজোয়ারকে। অভিযুক্তকে জেল হেফাজতে রেখেই সাক্ষ্যগ্রহণ পর্ব চলছিল। মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছেন।