বহরমপুর, 5 মে: বহরমপুরে নৃশংস ভাবে খুন হওয়া কলেজ ছাত্রী সুতপা চৌধুরীর এক বান্ধবীকে সোর্স করেই প্রেমিকার গতিবিধির উপর নজরদারি চালাত অভিযুক্ত সুশান্ত চৌধুরী (Berhampore College Student Murder)। এমনকী ঘটনার দিন দুপুরে সুতপা ও তার বর্তমান প্রেমিকের বহরমপুরে মোহনা মোড়ে এক শপিং কমপ্লেক্সে সিনেমা দেখার খবরও ছিল সুশান্তের কাছে । সুতপার সিনেমা থেকে ফেরার জন্য মেসের গেটেই অপেক্ষা করছিল সুশান্ত । এমনই তথ্য উঠে এসেছে তদন্তকারী অফিসারদের হাতে ৷
সুশান্ত চৌধুরীর সোর্স (Sutapa's friend was main source) হিসাবে কোন বন্ধু কাজ করত পুলিশ তার খোঁজ চালাচ্ছে । বারবার জেরার মুখেও সুশান্ত সোর্সের নাম সামনে আনেনি । জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন, দশদিনের পুলিশ হেফাজতে নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকবার জেরা করা হয়েছে সুশান্তকে । তাতে একাধিক তথ্য দিয়েছে সুশান্ত । কিন্তু সেগুলি কতটা সত্যি তা যাচাই করে দেখা হচ্ছে ।
গত পাঁচ মাস সুতপার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সুশান্ত চৌধুরীর । অচেনা নম্বর থেকে ফোন করলেও সুতপা ফোন ধরেনি । সম্প্রতি জঙ্গিপুর কলেজের এক ছাত্রের সঙ্গে সম্পর্কে জড়ায় সুতপা । পরিবারের পক্ষ থেকে তাদের বিয়ের কথাও অনেকটা এগিয়েছিল । সুতপার ঘনিষ্ঠ বান্ধবীকে সোর্স করে সমস্ত খবরই পেত সুশান্ত । সোমবার সন্ধ্যায় খুন হয় সুতপা । পুলিশের কাছে সুশান্ত জানিয়েছে, রবিবার রাতেই সে বহরমপুরে এসে ডেরা বাঁধে । মেসের সামনে সুতপার ফেরার জন্য অপেক্ষা করছিল সে ।