বহরমপুর, 2 মে:মুর্শিদাবাদে কার্যত ভরাডুবির পথে কংগ্রেস ৷ ট্রেন্ড যা বলছে, তাতে কংগ্রেসের গড় হিসেবে পরিচিত জেলায় একটি আসনও ধরে রাখতে পারছে না অধীর চৌধুরীর দল ৷ এমনকী খাসতালুক বহরমপুরেও ব্যাপক ব্যবধানে পিছিয়ে রয়েছেন তিনবারের বিধায়ক মনোজ চক্রবর্তী ।
মুর্শিদাবাদে ভরাডুবি অধীরের, রায় মেনে নিচ্ছেন মনোজ চক্রবর্তী - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
মুর্শিদাবাদে ভরাডুবি কংগ্রেসের ৷ মানুষের রায় মেনে নিতে হবে বলে জানিয়েছেন তিনবারের বিধায়ক মনোজ চক্রবর্তী । বহরমপুরে ব্যাপক ব্যবধানে পিছিয়ে রয়েছেন তিনি ৷
মুর্শিদাবাদে ভরাডুবি অধীরের, রায় মেনে নিচ্ছেন মনোজ চক্রবর্তী
আরও পড়ুন:অধীর-গড়ে চমক, সপ্তম দফায় শান্তিপূর্ণ ভোট মুর্শিদাবাদে !
এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষের রায় মেনে নিতে হবে । বিশ্লেষণের সময় এখন নয় ।