ফরাক্কা, 12 এপ্রিল : 24 ঘণ্টার মধ্যে নিজের বক্তব্য থেকে পুরোপুরি ঘুরে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আজ ফরাক্কার জনসভা থেকে তিনি বলেন, আমরা বাদুড়িয়া-বসিরহাটের মতো দাঙ্গা, আসানসোল দুর্গাপুরের মতো দাঙ্গা যেমন চাই না, তেমনই শীতলকুচির মতো ঘটনাও চাই না । পাশাপাশি দিলীপ ঘোষের দাবি, বিজেপি রাজ্যে সরকারে এলে আর কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে না । রাজ্য পুলিশ দিয়েই ভোট হবে ।
সোমবার ফরাক্কার বিজেপি প্রার্থী হেমন্ত ঘোষের সমর্থনে জনসভা করেন দিলীপ ঘোষ । সভামঞ্চ থেকে দিলীপ ঘোষ বলেন, "দেশের প্রধানমন্ত্রী বাংলার মানুষের কাছে একবার সুযোগ চেয়েছেন । বিজেপি সরকারে এলে ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত হবে । একটা ইঁদুর পর্যন্ত এপারে আসবে না ।" বিজেপি সরকারে এলে রাজ্য পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা করবে বলে আশ্বাস দেন তিনি । শান্তি রক্ষার জন্য পুলিশের অধিকার ফিরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি । তিনি আরও বলেন, "তৃণমূলের গুন্ডারা পুলিশের গাড়িতে বোমা মারে । পুলিশের নিজেদের সুরক্ষা নেই । আমাদের কী সুরক্ষা দেবে ।" বিজেপি ক্ষমতায় এলে পুলিশের ইউনিফর্মের সম্মান ফিরিয়ে দেওয়া বলে দাবি করেন তিনি । তখন ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীকে আসতে হবে না বলেও আশ্বস্ত করেন বিজেপির রাজ্য সভাপতি । সেক্ষেত্রে তখন রাজ্য পুলিশ ভোট পরিচালনা করবে বলে জানান তিনি ।