মুর্শিদাবাদ, 21 মার্চ : এসএসকেএম হাসপাতালের বেড থেকে জেলাবাসীকে ভিডিয়ো বার্তায় কৃতজ্ঞতা জানাতে গিয়ে কেঁদে ফেললেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন ৷ কারণ তিনি এবারেও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন ৷ তবে, এই হাসপাতালে থাকায় তিনি প্রচারে অংশ নিতে পাচ্ছেন না ৷ তাই তাঁর হয়ে প্রচার চালাচ্ছেন নির্বাচনী এজেন্ট এবং তৃণমূলের কর্মীরা ৷ তাই জঙ্গিপুরের মানুষের কাছে ভিডিয়ো-র মাধ্যমে নিজের বার্তা তুলে ধরলেন জাকির হোসেন ৷
গত 17 ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে বিস্ফোরণে গুরুতর জখম হন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন ৷ তারপর থেকেই তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই অবস্থায় তাঁকে ফের জঙ্গিপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল ৷ তবে প্রচারে যেতে না পারায়, জঙ্গিপুরের মানুষের কাছে তাঁর ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন জাকির হোসেন ৷ সেউ বার্তাতেই আবেগ তাড়িত হয়ে কেঁদে ফেললেন তিনি ৷ যেখানে তিনি বলেন, ‘‘জঙ্গিপুরের মানুষের দুয়া, আর্শিবাদ আমি ভুলব না কোনওদিন।’’